1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

আরটিভির বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হলেন ঝিনাইদহের শিপলু জামান

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আরটিভির বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের সাংবাদিক ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান। বছরজুড়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত সংবাদ পরিবেশনের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল কনফারেন্স হলে আরটিভির আয়োজনে দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান। আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেস্কের ইনচার্জ শাইখুল ইসলাম উজ্জ্বল, বার্তা প্রধান ইলিয়াস হোসেন, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্রধান কবির আহমেদ, মোবাইল জার্নালিজম প্রধান দেলোয়ার হোসেন এবং নির্বাহী বার্তা প্রযোজক বেলায়েত হোসেন।

আরটিভির প্রতিনিধি সম্মেলনে সারা দেশের তিন শতাধিক সংবাদ প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে পাঁচটি ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কৃত করা হয়। আলোচিত প্রতিবেদনের জন্য ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামান এই সম্মাননা পান।

শিপলু জামান বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় তাকে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সোমবার সকালে শহরের ফুড সাফারি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, চ্যানেল আই’র ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও এসএ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ, যুগ্ম সম্পাদক এম রবিউল ইসলাম রবি, বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম এবং টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান।

সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন।

বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে শিপলু জামান বলেন, “সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই ছিল আমার মূল লক্ষ্য। এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণিত করবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা শিপলু জামানকে অভিনন্দন জানিয়ে বলেন, তার সাংবাদিকতা দক্ষতা এবং আন্তরিক প্রচেষ্টা ঝিনাইদহের গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে শিপলু জামান আরও ভালো কাজের স্বীকৃতি পাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট