1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ঈদের জামাতে ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
ঈদের জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস

সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শেষে দেশবাসীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান।

বক্তব্যে ড. ইউনূস বলেন, “আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে।” তিনি দেশের প্রতিটি গ্রাম, বাজার, গঞ্জ ও শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, “জাতির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। যারা জামাতে শরিক হতে পারেননি, তাদের জন্যও ঈদ মোবারক।”

বিশেষভাবে তিনি দেশের মা-বোনদের, প্রবাসীদের, হাসপাতাল কিংবা অন্য কোনো কারণে জামাতে অংশ নিতে না পারা ব্যক্তিদের শুভেচ্ছা জানান এবং তাদের কথা স্মরণ করেন। তিনি বলেন, “পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছেন, আমরা তাদের ভুলে যাইনি। তাদেরও ঈদ মোবারক।”

প্রধান উপদেষ্টা বলেন, “ঈদ হলো নৈকট্য, ভালোবাসা ও সম্প্রীতির দিন। এই দিনটি যেন আমরা ভালোভাবে পালন করতে পারি, সবার কাছে পৌঁছাতে পারি—সে আহ্বান জানাই। আজ আমরা এক অটুট ঐক্য গড়ে তুলতে চাই, যা স্থায়ী হবে।”

তিনি আরও বলেন, “আজকের মোনাজাতে আমরা তাদের স্মরণ করব, যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। সবাই যেন তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করি। একই সঙ্গে যারা আহত হয়ে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন—এ দোয়া করব।”

এর আগে, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। এ জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক, আর ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট