1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি বিরোধে কারিশমার সন্তান ও প্রিয়া কাপুরের আইনি দ্বন্দ্ব বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী-বাস শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দ্রুত বিয়ে হবে’ এই বিশ্বাসেই নির্মমতা, ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মারল চার নারী! সৌদি আরবে নিরাপত্তা বিধি লঙ্ঘনে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার আহ্বান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
কানে হেডফোন লাগিয়ে গান শুনতে ট্রেনের ধাক্কায় মুহূর্তেই প্রাণ হারান মেহেদি হাসান (২৭)
কানে হেডফোন লাগিয়ে গান শুনতে ট্রেনের ধাক্কায় মুহূর্তেই প্রাণ হারান মেহেদি হাসান (২৭)।

রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন বন্ধু। এসময় ট্রেনের ধাক্কায় মুহূর্তেই প্রাণ হারান মেহেদি হাসান (২৭) নামে এক যুবক।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসি ব্রিজ সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদি সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী এলাকার ইতালি প্রবাসী লাঞ্জু মিয়ার একমাত্র ছেলে। তিনি জামালপুর জসিম উদ্দিন টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) পড়ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু মিলে রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন এবং মেহেদির কানে হেডফোন লাগানো ছিল। এসময় ভুয়াপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি কয়েকবার হর্ন দিলেও তিনি তা শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনটি খুব কাছাকাছি চলে আসলে, মেহেদি উঠে দাঁড়ালেও ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মাথা লাগলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, “অবহেলায় হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শোনার কারণে মেহেদির মাথায় ট্রেনের ধাক্কা লাগে। বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে, পথে তার মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট