1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি বিরোধে কারিশমার সন্তান ও প্রিয়া কাপুরের আইনি দ্বন্দ্ব বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী-বাস শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দ্রুত বিয়ে হবে’ এই বিশ্বাসেই নির্মমতা, ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মারল চার নারী! সৌদি আরবে নিরাপত্তা বিধি লঙ্ঘনে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার আহ্বান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন

কালীগঞ্জে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি: ১৫ লাখ টাকার মালামাল নিয়ে উধাও চোরেরা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
কালীগঞ্জে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি
ছবির বামে: কালীগঞ্জ শহরের জনতা মোড়ে বোস জুয়েলার্স, যেখানে বুধবার দিবাগত রাতে ঘটে দুঃসাহসিক চুরি, ডানের উপরে: হতাশায় নিমজ্জিত দোকান মালিক অলোক বোস,ডানের নিচে: চুরি হওয়া দোকান পরিদর্শন করছেন কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার এবং পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান।

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনা। শহরের জনতা মোড়ে অবস্থিত বোস জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে পেছনের দেওয়াল কেটে প্রবেশ করে চোরেরা ৮ ভরি স্বর্ণ ও নগদ ১.৫ লাখ টাকা সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

এই ভয়াবহ চুরির ঘটনা ঘটে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে দোকানের মালিক অলোক বোস দোকান খুলে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান।

প্রতিষ্ঠানের পেছনের দেওয়াল কেটে চোরেরা প্রথমে দোকানের সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করে ফেলে। এরপর লোহার আলমারি ও ক্যাশ ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার এবং নগদ অর্থ লুটে নেয়।
স্থান থেকে চোরদের ব্যবহৃত একটি কাঁচি উদ্ধার করেছে পুলিশ, যা দিয়ে দেওয়াল কাটা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

দোকান মালিক অলোক বোস বলেন, “আমি সর্বস্ব হারিয়েছি। সিসিটিভি কেটে, মুখোশ পরে করোনার পিপিই পরে চোরেরা এসেছে। পুলিশকে সব জানিয়েছি, কিন্তু একের পর এক চুরি আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে।”

এই ঘটনায় শহরের ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে ঈদ-উল-ফিতরের রাতে মেইন বাজারের মল্লিক ফার্মেসিতে ঘটে আরেক আলোচিত চুরি। ওই ঘটনায় চোরেরা মালিককে ফোন করে কটাক্ষ করে জানায়, “ক্যাশে টাকা কম রেখেছিস, তাই বস্তায় ভরে ওষুধ নিয়ে গেছি।”

ব্যবসায়ীরা বলছেন, একের পর এক চুরির ঘটনায় পুলিশ এখনো কোনো চোরকে গ্রেফতার করতে পারেনি। ব্যবসায়ীদের অভিযোগ, অপরাধীরা দিনের পর দিন পার পেয়ে যাওয়ায় তারা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে চুরির আলামত সংগ্রহ করা হয়েছে। চোরদের ব্যবহৃত কাঁচি জব্দ করা হয়েছে। দোকান মালিককে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত ও অভিযান শুরু হবে শিগগিরই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট