খুলনার দিঘলিয়া উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, যৌথবাহিনীর কন্টিনজেন্ট লেফটেন কমান্ডার হাসিব, অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম, উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , উপজেলা তথ্য কর্মকর্তা সাইদা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, ফায়ার সার্ভিস লিডার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রমজান হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অহিদ মুরাদ , ইমাম আব্দুল্লাহ সহ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধী জন উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে যে সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছে, শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ , কুচকাওয়াজ প্রদর্শন, মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা প্রদান ও উপজেলার দেয়াড়া গনকবরে পুস্পস্তবক অর্পণ , মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং হাসপাতাল ও এতিম খানায় বিশেষ খাবার পরিবেশন , মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়ার আয়োজনের বিষয়টি নিশ্চিত করা। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পালনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অফিসার ইনচার্জ এইচ এম শাহিন জানান দিঘলিয়ায় এবার ঈদুল ফিতর উপলক্ষে ৮১ টি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।