1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

গল টেস্টে হেড ও খাজার ফিফটিতে শ্রীলঙ্কাকে চাপে ফেললেন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
হেড ও খাজা

গল টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া দাপুটে শুরু করেছে। তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান ট্রাভিস হেড ওপেনিংয়ে নেমে দলের কৌশল অনুযায়ী শ্রীলঙ্কার বোলারদের চাপের মধ্যে ফেলেন। ৩৫ বলেই ফিফটি তুলে নিয়ে প্রথম সেশনে ৫৭ রান করে তিনি আউট হন। তাঁর এই ইনিংসে ৪৬ রানই এসেছে বাউন্ডারি থেকে, যা অস্ট্রেলিয়ার জন্য শক্তিশালী শুরু নিশ্চিত করেছে।

হেড প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন এবং আসিতা ফার্নান্দোরের প্রথম ওভারেই তিনটি চার মেরে ঝড়ো শুরু করেন। এরপর প্রভাত জয়াসুরিয়া এবং নিশান পেরিসের বলেও দাপটের সঙ্গে রান করেন। ১২তম ওভারেই হেড তার ক্যারিয়ারের ১৮তম টেস্ট ফিফটি তুলে নেন। তবে শুরুতে তাকে ফেরানোর সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। ফার্নান্দোরের বলে এলবিডব্লু হয়েছিল, তবে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা রিভিউ না নেওয়ায় হেড বেঁচে যান।

এদিকে, ওপেনিংয়ে হেডের সঙ্গে ছিলেন উসমান খাজা। খাজা ৭১ বল খেলে ৫০ রান পূর্ণ করেন। তাদের ফিফটিতেই অস্ট্রেলিয়া লাঞ্চ বিরতি পর্যন্ত ৩২ ওভারে ২ উইকেটে ১৪৫ রান তুলে নেয়। খাজা অপরাজিত ছিলেন ৬৫ রানে, এবং অধিনায়ক স্মিথ অপরাজিত ছিলেন ২ রানে।

হেডের পর মারনাস লাবুশেন আউট হলেও স্মিথ-খাজা জীবন পেয়েছিলেন শ্রীলঙ্কার ফিল্ডারদের কাছ থেকে। স্মিথ এই ইনিংসেই তাঁর টেস্ট ক্যারিয়ারে ১০ হাজার রান পূর্ণ করেন, এবং উইকেটে আসার পরেই মাইলফলক ছুঁয়েছেন।

অস্ট্রেলিয়া শুরুতেই শক্তিশালী অবস্থানে চলে এসেছে, এবং তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের মধ্যে শ্রীলঙ্কা অনেকটা পিছিয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট