ঈমানদারদের মধ্যে যারা জান্নাত লাভ করবে,তাদের সন্তানেরা যদি ঈমানদার থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এবং জান্নাত লাভ করেন, অতপর আল্লাহ তাআলা জান্নাতে বাবা-মায়ের সঙ্গে একত্র করবেন এবং একসাথে রাখবেন।
এটা জান্নাতের অন্যতম আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামত ও পুরস্কার। সন্তানদের নেক আমল যদি কমও হয়ে থাকে এবং তারা যদি জান্নাতে মর্যাদার স্তরে পিছিয়ে থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার অশেষ রহমতে সন্তানদের মর্যাদা বৃদ্ধি করে তাদেরকে বাবা-মায়ের কাছে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন।
وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ اتَّبَعَتۡهُمۡ ذُرِّیَّتُهُمۡ بِاِیۡمَانٍ اَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّیَّتَهُمۡ وَ مَاۤ اَلَتۡنٰهُمۡ مِّنۡ عَمَلِهِمۡ مِّنۡ شَیۡءٍ ؕ كُلُّ امۡرِیًٴۢ بِمَا كَسَبَ رَهِیۡنٌ
আর যারা ঈমান আনে এবং তাদের সন্তানেরা ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আল্লাহ তায়ালা বাবা-মায়ের সাথে তাদের সন্তানদের একত্রিত করবেন এবং তাদের কর্মের কোন অংশই কমাবো না। প্রত্যেক ব্যক্তি তার কর্মের ব্যাপারে দায়ী থাকবে। (সুরা তুর: ২১)