বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে একটি নতুন অধ্যায় শুরু করেছে বিপ্লব হায়দারের পরিচালিত সিনেমা ‘ভয়াল’। এটি দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডের সার্টিফিকেশন পেয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে।
গত বছরের ২৯ নভেম্বর শুরু হয়েছিল ‘ভয়াল’-এর শুটিং। এক বছর পর একই দিনে মুক্তি পেয়ে কাকতালীয়ভাবে সিনেমাটি দর্শকদের সামনে আসে। মুক্তি উপলক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সিনেমাটি নিয়ে সাড়া ফেলে দেন নির্মাতা ও সংশ্লিষ্টরা।
‘ভয়াল’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা বিপ্লব হায়দার। যদিও এটি তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা, তবে তিনি এর আগে ‘আলী’ নামে আরেকটি সিনেমা নির্মাণ করেছেন। তবে ‘ভয়াল’ই আগে মুক্তির সুযোগ পায়।
বিপ্লব হায়দার বলেন, “অনেক সিনেমা অনেক কিছুর প্রতিশ্রুতি দিলেও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের হতাশ হতে হয়। আমার বিশ্বাস, ‘ভয়াল’ দর্শকদের হতাশ করবে না।”
সিনেমাটির প্রযোজক আশিকুর রহমান, যিনি সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন, জানান এটি নির্মাণে সকলেই আন্তরিকভাবে কাজ করেছেন।
সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। তিনি বলেন, “এটি এমন একটি গল্প যেখানে বাবা-মা, বোন এবং পরিবারের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আমার চরিত্রটি গ্রামের সাধারণ একজন মানুষের। শুরু থেকে দর্শক চরিত্রটিকে একভাবে দেখবেন, কিন্তু শেষে অন্যভাবে উপলব্ধি করবেন। চরিত্রটির ইথিক্সই একে আলাদা করেছে।”
অভিনেতা শওকত সজল নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, “আমি কামাল নামে সমাজের একজন অসৎ লোকের চরিত্রে অভিনয় করেছি। এটি কমেডি ধাঁচের হলেও চরিত্রটির গভীরতা দর্শকদের মন ছুঁয়ে যাবে।”
সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী আইশা খান। ইরফান ও আইশা দুজনেই সাত বছর পর বড় পর্দায় ফিরেছেন।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবালসহ আরও অনেকে।
‘ভয়াল’ একটি পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে নির্মিত। এতে প্রেমের গল্প যেমন রয়েছে, তেমনি পরিবার ও নৈতিকতার টানাপড়েনও ফুটে উঠেছে। নির্মাতা ও অভিনেতাদের মতে, প্রতিটি চরিত্রই দর্শকদের জন্য দেখার মতো।
বিপ্লব হায়দারের আরেকটি নির্মিত সিনেমা ‘আলী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘ভয়াল’-এর সাফল্যের পর ‘আলী’ দর্শকদের মধ্যে আরও আগ্রহ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রথম এ গ্রেড প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে ‘ভয়াল’ চলচ্চিত্র জগতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর গল্প, অভিনয়শিল্পীদের পারফরম্যান্স এবং নির্মাণশৈলী দর্শকদের মন জয় করতে সক্ষম হবে বলেই আশা করা যায়।