1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় বনানী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রানা আহম্মেদ গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ককটেল বিস্ফোরণের পর রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে পিরোজপুরে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘কিং’: ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ক্যারিয়ারের ১০১তম শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’, নিহত ২ হিন্দু প্রেমিকার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯দিন ধরে অনশন

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ঘণ্টাব্যাপী অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ঘণ্টাব্যাপী অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ তারা কালো ধোঁয়া উঠতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পানির সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার আজহারুল ইসলাম বলেন, “শুক্রবার বিকেলে আগুন লাগার খবর পেয়ে আদমজী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

তিনি আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, গোডাউনে মজুত বিপুল পরিমাণ ঝুট ও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ধরণের স্থানে নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত সরঞ্জাম না থাকাও বড় একটি কারণ হতে পারে।

এধরনের ঘটনায় আগাম প্রস্তুতি, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। একইসাথে ঝুট ব্যবসায়ী ও গুদাম মালিকদেরও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট