নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। নিহত ডাকাতের নাম মুকুল (৪৫)। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাহমুদপুরের জোগারদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে একটি সংঘবদ্ধ ডাকাতদল জোগারদিয়া এলাকার একটি সেচ পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে যায়।
স্থানীয়রা চারশ থেকে পাঁচশ মানুষ নিয়ে ডাকাতদলকে ঘিরে ফেলে। ডাকাতদলের সাত থেকে আটজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুলকে ধরে ফেলে এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর দাবি, তার কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে স্থানীয়রা আতঙ্কে ছিলেন।