1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অধ্যাপক গ্রেপ্তার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে
পাকিস্তানের মালাকান্দ বিশ্ববিদ্যালয়

পাকিস্তানের মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ অভিযুক্ত অধ্যাপককে হেফাজতে নিয়েছে। পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার মুহিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।

এক বিবৃতিতে মুহিবুল্লাহ খান জানান, মালাকান্দ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গত কয়েক মাস ধরে তিনি যৌন হয়রানির শিকার হচ্ছেন এবং অবশেষে পুলিশের কাছে সহায়তা চেয়েছেন।

ডেপুটি কমিশনার আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিক্ষার্থী গত ৪ ফেব্রুয়ারি মালাকান্দ জেলার পুল চৌকির লেভিস পোস্টে মামলা দায়ের করেন।

এফআইআর অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থী হাবিত গ্রামের বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে পড়াশোনা করেন। তিনি অভিযোগ করেন, অধ্যাপক তাকে কয়েক দিন ধরে যৌন হয়রানি করছিলেন। এমনকি ওই অধ্যাপক তার বাড়িতেও প্রবেশ করেন এবং পরিবারের সামনে জোর করে তার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

শিক্ষার্থী আরও অভিযোগ করেন, পেশোয়ারের এক সন্দেহভাজন ব্যক্তি গত কয়েক মাস ধরে তাকে অনুসরণ করছে এবং যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের চেষ্টা করেছে। তিনি প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টকে ঘটনাটি জানান।

পাকিস্তানের মুখ্যমন্ত্রী আলী আমিন অভিযোগের তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। কমিটি ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করবে। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গ্রেপ্তারের পরপরই অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট