1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ফরিদপুরের নগরকান্দায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০ - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

ফরিদপুরের নগরকান্দায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন ফরিদপুর সদর উপজেলার বদরপুর গ্রামের আলেক মাতুব্বরের ছেলে সাজ্জাদ (২৫)। অন্য নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে আহত ২০ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নগরকান্দা থানার ওসি মো. সফর আলী জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী আলিফ মিম পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতা এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং ফরিদপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত বাস এবং ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ফরিদপুর-বরিশাল মহাসড়কের বিভিন্ন অংশে গর্ত, সরু রাস্তা এবং চালকদের অসচেতনতা বারবার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে চালকদের প্রশিক্ষণ এবং সড়কের সংস্কার জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

নগরকান্দা থানার ওসি মো. সফর আলী বলেন, দুর্ঘটনার পর বাস এবং ট্রাকচালকের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি দেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনার হার বেড়ে গেছে। বিশেষত বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি এবং আহতের ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো এবং চালকদের সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট