আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন শারমিন আক্তার সুপ্তা। তার ৮৯ বলে ৯৬ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ দল জয় লাভ করলেও, চোটের কারণে পরবর্তী ম্যাচগুলোতে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ কারণে শেষ দুই ওয়ানডের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তারকে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। দিলারা আক্তার এর আগে বাংলাদেশের জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন। এক ইনিংসে ব্যাট করে মাত্র ৮ রান করলেও, নতুন করে ৫০ ওভারের ফরম্যাটে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পেলেন তিনি।
বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে আইরিশ নারী দলকে বিধ্বস্ত করে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে শারমিন আক্তার সুপ্তার ঝোড়ো ব্যাটিংয়ে ২৫২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিগার সুলতানা জ্যোতির দল। পরে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে সফরকারী আয়ারল্যান্ড দলকে মাত্র ৯৮ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।
উইমেন চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচের পয়েন্ট আগামী বিশ্বকাপের জন্য কার্যকরী ভূমিকা রাখবে। তাই দলে শারমিন সুপ্তার অনুপস্থিতি কিছুটা চ্যালেঞ্জের হলেও, দিলারা আক্তারের অন্তর্ভুক্তি দলকে বাড়তি বিকল্প সরবরাহ করবে।
শনিবার (৩০ নভেম্বর) একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ দল আত্মবিশ্বাসী, তবে প্রতিপক্ষও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও দিলারা আক্তার।
প্রথম ম্যাচে শারমিন সুপ্তার ব্যাটিং এবং দলের বোলিং পারফরম্যান্স বড় জয়ের ভিত্তি তৈরি করেছে। দ্বিতীয় ম্যাচে দিলারা আক্তারের সম্ভাব্য ভূমিকা এবং দলে নিগার সুলতানার নেতৃত্বের ওপর নজর থাকবে।