1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ব্রহ্মপুত্র নদে হাজারো হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
ব্রহ্মপুত্র নদে হাজারো হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান

জামালপুরে জগতের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি, আত্মশুদ্ধি এবং চিরস্থায়ী পুণ্যলাভের আশায় পবিত্র অষ্টমী স্নানে অংশ নিয়েছেন হাজারো হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থী।

শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে শহরের দক্ষিণ প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদে এই ধর্মীয় স্নান অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের মতো এবারও অষ্টমী স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র নদপাড় পরিণত হয় এক বিশাল ধর্মীয় সমাবেশে। শেরপুর-জামালপুর সেতু এলাকার দক্ষিণ অংশজুড়ে গড়ে ওঠে কয়েক হাজার ভক্তের পদচারণা। নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা নির্বিশেষে ধর্মীয় শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ পরিবেশে সবাই একসঙ্গে স্নান করেন।

অষ্টমী তিথিতে নদীতে স্নান করা হিন্দু ধর্ম মতে অত্যন্ত পুণ্যফলদায়ী। এই উপলক্ষে জামালপুর, শেরপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত পুণ্যার্থীরা নির্দিষ্ট সময়ে নদীতে অবগাহন করেন। নিজ নিজ ইচ্ছা ও পারিবারিক রীতি অনুযায়ী তাঁরা সঙ্গে আনেন ফুল, বেলপাতা, ডাব, ধান, দুর্বা ও পূজার উপকরণ। এসব সামগ্রী দিয়ে নদীর পাড়ে অর্চনা ও স্নান সম্পন্ন করেন ভক্তরা।

স্নান শেষে পুণ্যার্থীরা যান জামালপুর শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী দয়াময়ী কালী মন্দিরে। সেখানে পূজা-অর্চনা, অর্ঘ্য প্রদান এবং ধর্মীয় আচার সম্পাদনের মধ্য দিয়ে তাঁরা নিজেদের আত্মিক শান্তি লাভের চেষ্টা করেন।
অষ্টমী স্নানকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বসেছে তিন দিনব্যাপী অষ্টমী মেলা। মেলায় হস্তশিল্প, প্রসাধনী, খাবারসহ নানা সামগ্রী বিক্রির জন্য দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এলাকা।

অন্যদিকে, অষ্টমী স্নান ও মেলা ঘিরে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জামালপুর জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সনাতন ধর্মালম্বীদের অন্যতম পবিত্র এই উৎসবকে কেন্দ্র করে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ, ভক্তি ও আনন্দময় এক মিলনমেলায় পরিণত হয় জামালপুরের ব্রহ্মপুত্র নদ তীর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট