1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের

ভয়ংকর পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে নরক বানাতে হুশিয়ারি ট্রাম্পের ।

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্কঃ এম হাসান
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেককে কেন্দ্র করে নতুন মোড় নিতে যাচ্ছে গাজার যুদ্ধ, ইতি মধ্যেই গাজায় বন্দি থাকা ইসরায়েলি ও আমেরিকান নাগরিকদের মুক্তি নিয়ে ভয়াবহ এক বার্তা দিয়েছেন নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার (০২ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, আগামী ২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে যদি গাজার বন্দিদের মুক্তি দেয়া না হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে জাহান্নাম বানিয়ে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট। গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর যুদ্ধ বন্ধে অচলাবস্থার নিরসন ঘটাতে এটিই ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী বিবৃতি। আরো জানা যায় যে, ২য় মেয়াদে দায়িত্ব গ্রহণের আগেই যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন রিপাবলিকান এই নেতা।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেন যে, সারা বিশ্বের ইচ্ছার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অমানবিক ও হিংস্রভাব আটকে রাখা বন্দিদের নিয়ে সবাই কথা বলছে। কিন্তু শুধু আলোচনাই হচ্ছে কোনো ধরনের কাজ হচ্ছে না। দয়া করে সত্যকে উপস্থাপন করতে দিন, যদি বন্দিরা ২০২৫ সালের ২০ জানুয়ারির মধ্যে মুক্ত না হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে জাহান্নামে পরিণত করে এর মূল্য দিতে হবে।

এমনকি যারা মানবতার বিরুদ্ধে এই নৃশংসতা করেছে তাদেরও মূল্য পরিশোধ করতে হবে। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লিখেন যে, এই ঘটনার জন্য দায়ী দেশগুলো আমেরিকার পক্ষ থেকে এতটা শক্তিশালী আঘাত পাবে যা কখনো আমেরিকার দীর্ঘ ইতিহাসে আর কেউ পায়নি। এই মূহুর্তে সমস্ত বন্দিকে মুক্তি দেয়া হোক, যদিও ট্রাম্প হুমকির বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি এখনো।

যদিও বন্দিদের আটকের জন্য হামাসকেই দায়ী বলে অভিযুক্ত করে আসছেন পশ্চিমা শক্তিগুলো। এরআগে যুদ্ধ বন্ধ করার শর্তে বেশ অনেকবার বন্দিদের মুক্তি নিয়ে আলোচনা করতে চেয়েছিল হামাস, যদিও ইসরায়েলি প্রশাসন স্বাধীনতাকামী এই সংগঠনটিকে নিশ্চিহ্ন করার আগে যুদ্ধ চালিয়ে নেয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।

ট্রাম্পের এমন পোস্টের পরই মাইক্রোব্লগিং সাইট এক্স-এর প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ লিখেন- আপনাকে ধন্যবাদ ও দোয়া রইল নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা সবাই মিলে দোয়া করছি যে সেই মুহুর্তটি দেখার জন্য, যখন আমাদের বোন ও ভাইয়েরা ঘরে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট