1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ১০:১০ অপরাহ্ন

মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদল, জামালপুর জেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ মে) স্টেশন রোডস্থ দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হারুন সড়কে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

র‍্যালি ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স (JCF) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, এবং জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী যুবনেতা এম শুভ পাঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিকদলের নেতা মোঃ সুলতান মিয়া এবং সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন হৃদয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবুল হাসেম হাসু – জেলা শ্রমিকদল নেতা ও ৫ নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সাজ্জাদ হোসেন হৃদয় – জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেকা যুবদল নেতা, আরিফুল হাসান খান মুক্ত – তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, আবু তালহা – জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স শহর শাখার আহ্বায়ক, মাসুদ রানা মাসুম – যুব পরিষদের সিনিয়র সহ সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক দল শহর শাখার সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ ঝুটন মিয়া – জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক ও যুব পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, লিটন মিয়া – জেলা যুবদল নেতা ও সাবেক যুগ্ম আহ্বায়ক, জিয়া সাইবার ফোর্স, মোহাম্মদ রাজু – জেলা শাখার সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স সদস্য, জুয়েল রানা – ৯ নং ওয়ার্ড জিয়া সাইবার ফোর্স সভাপতি ও যুব পরিষদ সাংগঠনিক সম্পাদক, জাহিদ হাসান, আশিক মিয়া, মিন্টু মিয়া – যুব পরিষদের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ – জেডসিএফ দপ্তর সম্পাদক, আরফিন হোসেন আরমান – জেডসিএফ সদস্য, রাকিব হাসান, জীবন, সিয়াম – ৫ নং ওয়ার্ড শাখার নেতা, তুষার, মারুফ – ৯ নং ওয়ার্ড জিয়া সাইবার ফোর্স নেতা।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যূনতম মজুরি এবং শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, “শ্রমিকদের ঘামে গড়ে উঠে দেশের অর্থনীতি ও অবকাঠামো, তাদের উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয়।”

শ্রমিকদলের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে উপস্থিত নেতারা একত্রে শ্রমিকবান্ধব বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট