1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি বিরোধে কারিশমার সন্তান ও প্রিয়া কাপুরের আইনি দ্বন্দ্ব বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী-বাস শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দ্রুত বিয়ে হবে’ এই বিশ্বাসেই নির্মমতা, ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মারল চার নারী! সৌদি আরবে নিরাপত্তা বিধি লঙ্ঘনে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার আহ্বান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, ঈদের আনন্দ বিষাদে রূপ নিল

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায়। এতে হাজার হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। ঈদের দিন এই দুর্যোগে এলাকার মানুষের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আশাশুনির বিছট গ্রামের প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে যায়। এর ফলে বিছট, বল্লবপুর, নয়াখালী, আনুলিয়া ও আশপাশের আরও ৬টি গ্রামে পানি ঢুকে পড়ে। এতে বাড়িঘর ও মৎস্য খামার প্লাবিত হয়েছে।

বিছট গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম জানান, “সকালে সবাই ঈদের নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে খবর আসে যে আব্দুর রহিম সরদারের ঘেরের পাশের বেড়িবাঁধ ভেঙে গেছে। মসজিদের মাইকে গ্রামবাসীদের জানানো হয় এবং সবাই স্বেচ্ছাশ্রমে বিকল্প রিংবাঁধ তৈরির চেষ্টা করেন। তবে তিন ঘণ্টার চেষ্টাতেও বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি।”

স্থানীয় আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানিয়েছেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে।”

এদিকে, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, “দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।”

এই ভয়াবহ পরিস্থিতিতে আশাশুনির ১০ গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। বিশেষ করে মৎস্য ঘের ডুবে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্যোগ এড়ানো যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট