1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি ফেরত প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে ইসির অনুমতি লাগতে পারে, প্রয়োজনে আচরণবিধি সংশোধন বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বড় অগ্রগতি, ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ জুলাই শহীদ পরিবারের পাশে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ত্রয়োদশ সংসদ নির্বাচন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী আবু তালেব লনার দিঘলিয়ার সুগন্ধি গ্রামের কৃতী সন্তান অধ্যাপক গোলাম মোস্তফার বর্ণাঢ্য জীবনের অবসান কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ, থানায় অনুপস্থিত নবাগত ওসি বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে

হামাস নতুন করে ভিডিও প্রকাশ করলেন ইজরায়েলি জিম্মিদের।

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি গোষ্ঠীটির হামলার পর থেকে সে জিম্মি রয়েছেন হামাসের কাছে। হামাসের সশস্ত্র শাখা শনিবার গাজায় সেই এক মার্কিন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে।
সেখানকার একটি মিডিয়া জেরুজালেম থেকে এএফপি জানিয়েছে যে, এই ভিডিওতে এডান আলেকজান্ডারকে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইংরেজিতে ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিব্রু ভাষায় সম্বোধন করতে দেখা যায়। তবে ভিডিওটির তারিখ এখনো যাচাই করা সম্ভব করা যায়নি।

তিনি জানিয়েছেন যে ৭ অক্টোবর আটকৃত জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এডানের মা ইয়ায়েল আলেকজান্ডার শনিবার সন্ধ্যায় তেল আবিবে জিম্মিদের এক সমাবেশে বক্তৃতাকালে বলেন যে এই ভিডিও আমাকে বিচলিত করে তুলেছে।

এটি আমাদের আশার অন্তরালে এডান ও অন্য জিম্মিরা বাঁচার প্রত্যাশায় কতটা চিৎকার করছে এবং কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে তা দেখলেই বোঝা যায়।এডানের মা জনগণকে আরো জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে ফোনকলে বলেছেন যে, অবশ্যই আপনার প্রতিশ্রুতি রাখবেন ও তাদের মুক্ত করবেন। দেশটি যুদ্ধ শেষ করতে ও আমার এডানসহ তাদের সবাইকে ফিরিয়ে আনতে যথেষ্ট শক্তিশালী।

অন্যদিকে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলেছে তাদের ফোনকলের সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন। শত্রুদের কাছে বন্দি সকল জিম্মিকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ইসরায়েল প্রতিটি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। পাশাপাশি ভিডিওটির প্রকাশকে নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অভিহিত করেছেন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাভেট ভিডিওটিকে, হামাসের সন্ত্রাসের একটি নিষ্ঠুর অনুস্মারক’ বলে অভিহিত করেন। তার এক বিবৃতিতে বলেন যে, যদি হামাস জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তবে, গাজা যুদ্ধ আগামীকাল বন্ধ ও গাজবাসীর দুর্ভোগ শেষ হবে বলে জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট