জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন আয়কর কমিশনার গোলাম কবির এবং এনবিআরের সদস্য আবু সাইদ মোহাম্মদ মোশতাক। এনবিআরের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, তারা আয়কর অঞ্চল-৫-এ কর্মরত থাকাকালে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বিশেষ করে ৭২১ কোটি টাকার একটি কর ফাঁকির ঘটনায় তাদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই অর্থ চীন থেকে দেশে এনে রেমিট্যান্স হিসেবে দেখানো হয়, যা পরবর্তীতে আলোচিত বিষয় হয়ে উঠে।
সূত্র মতে, এই সময়টিতেও তারা একই কর্মস্থলে ছিলেন এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এনবিআরের অভ্যন্তরীণ তদন্তে বিষয়গুলো উঠে আসার পর কর্তৃপক্ষ তাদের চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
জানা যায়, গোলাম কবির ও আবু সাইদ মোহাম্মদ মোশতাক — উভয়ের চাকরিজীবনের ২৫ বছর পূর্ণ হয়ে গিয়েছিল, ফলে সরকারের আইন অনুযায়ী তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো আইনত সম্ভব ছিল।
এ বিষয়ে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "এনবিআর তার সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করেছে। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আরও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।"
রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়া অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এ ধরনের ঘটনা সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতার অভাব নির্দেশ করে এবং এই অবস্থা রোধে কঠোর নজরদারি জরুরি।