আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের প্রথমবারের মতো দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ দলের আরও কয়েকজন নেতাকে হাজির করা হয়।
সকাল ১০টার দিকে আদালতে হাজির করা হয় এসব সাবেক মন্ত্রী ও নেতাদের। পুলিশের কড়া নিরাপত্তায় বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাদের হাজতখানা থেকে বের করা হয়। বিশেষ নজর কাড়ে তাদের দুই হাতে হাতকড়া পরানোর বিষয়টি।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সংসদ সদস্য হাজী সেলিমসহ বেশ কয়েকজন নেতাকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় তোলা হয়। তবে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কেবল বাঁ হাতে হাতকড়া পরানো হয়।
সাবেক মন্ত্রী ও নেতাদের আদালত ভবনের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে দ্বিতীয় তলায় নেওয়া হয়। কাঠগড়ায় তোলার পর আনিসুল হক, সালমান এফ রহমান ও নুরুজ্জামানের হাতকড়া খোলা হয়। এ সময় তারা বিমর্ষ মুখে নিচের দিকে তাকিয়ে ছিলেন।
শুনানির সময় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে দুজন নারী পুলিশ সদস্য হাত ধরে আদালতে হাজির করেন। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সালমান এফ রহমান বারবার নিজের দাঁড়ি কামড়াচ্ছিলেন, যা আদালতের উপস্থিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে।
শুনানিতে যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সালমান এফ রহমানসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
যাত্রাবাড়ী থানার হত্যা মামলা
গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা:
শুনানি শুরুর আগে কাঠগড়ায় দাঁড়িয়ে আনিসুল হক, সালমান এফ রহমান ও দীপু মনি নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলেন। হাজী সেলিমের দিকে তাকিয়ে মুখের ইশারায় নুরুজ্জামান তার খোঁজ নেন।
শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় তাদের মাথায় পুনরায় হেলমেট পরিয়ে দেওয়া হয়। প্রথমে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে বের করা হয়, এরপর একে একে হাজী সেলিম, সালমান, আনিসুল ও নুরুজ্জামানদের আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ১৩ আগস্ট প্রথম গ্রেপ্তার হন আনিসুল হক ও সালমান এফ রহমান। তখন তারা এক হাতে হাতকড়া পরা অবস্থায় আদালতে হাজির হতেন। তবে এবারই প্রথমবারের মতো তাদের দুই হাতে হাতকড়া পরিয়ে হাজির করা হলো।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, "আনিসুল, সালমান ও নুরুজ্জামানকে দুই হাতে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় তোলার বিষয়টি আমার নজরে আসেনি। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশ এমন ব্যবস্থা নিয়ে থাকে।"
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা ও রিমান্ডের আদেশ ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে। তাদের কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করানো এবং দুই হাতে হাতকড়া পরানো বিষয়টি জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।