রবিবার (২৯ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের বন্দরে বারপাড়া এলাকায় আল-ইনসাফ ইসলামিক সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বক্তা ছিলেন হযরত মাওঃ আব্দুল খালেক শরিয়তপুরী। চেয়ারম্যান, তালিমুস সুন্নাহ গ্রুপ। মুহতামিম, মারকাযে তালিমুস সুন্নাহ।বিশেষ বক্তা ছিলেন হযরত মাওঃ মাসুম বিল্লাহ আড়াই হাজারী,
হযরত মাওঃ মাহবুবুর রহমান মোমেনশাহী খতিব, মিরকুন্ডি শায়েখ হাসান ইবনে ইসহাক জামে মসজিদ,সাবেক শিক্ষক, পিছকামতাল মদিনাতুল উলুম মাদ্রাসা।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী আল মদিনা ব্রিক্স ফিল্ড'র প্রতিষ্ঠাতা
হাজী মোঃ আলী হোসেন। সভাপতি ছিলেন এম,বি.বি ব্রিক্স ফিল্ড, শাসনের বাগ মোঃ আলম, দলিল লিখক, বারপাড়া'র
শফিকুল ইসলাম ভেন্ডার, সহ-সভাপতি ছিলেন মাশাআল্লাহ, ব্রিক্স ফিল্ড'র হাজী মোঃ আল আমিন,পূর্ব বারপাড়া জান্নাতুল বাকী জামে মসিজদ'র সভাপতি
হাজী শাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নয়াগাঁও মোঃ সাখাওয়াত হোসেন (সাকা), বাংলাদেশ জামায়েত ইসলামী, মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ রেজাউল করিম (রাজা হুজুর)।
উক্ত মহাসম্মেলনের উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, বারপাড়া'র আলী আকবর। প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দুবাই প্রবাসী মোঃ বাবুল হোসেন।
দক্ষিণ বারপাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম মাহমুদী'র সঞ্চালনায় আরও গন্যমান্য অতিথি উপস্থিত ছিলেন।