আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) তাদের সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহিষ্কার করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দেওয়া কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায়ভার ইসকন নেবে না। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর স্বামীবাগ আশ্রমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।
চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে, অনেক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ/পদবীসহ ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়।’
তিনি আরও জানান, ‘গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তার বক্তব্য ও কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত। তাই, লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ও কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।’
সংবাদ সম্মেলনে চারু চন্দ্র দাস ব্রহ্মচারী অভিযোগ করেন, ‘দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে।’
চারু চন্দ্র দাস আরও বলেন, ‘ভারতের কোনো মন্তব্যের সঙ্গে ইসকন বাংলাদেশ সম্পৃক্ত নয়। আমাদের সংগঠনের মূল আদর্শ শান্তি ও ভক্তির চর্চা। আমরা সব ধরনের অরাজনৈতিক ও নিরপেক্ষভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি।’
সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, ইসকনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করা হোক এবং প্রকৃত তথ্য সম্পর্কে সবাইকে সচেতন করা হোক। ইসকন তার ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অবিচল থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।