বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া গোলচত্বরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া গোলচত্বরে সনাতন সম্প্রদায়ের লোকজন অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং তার গ্রেপ্তারকে "অন্যায় ও অবিচার" বলে অভিহিত করেন।
এর আগে, গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত সংগঠক প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এই মামলার প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তবে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকরা তার বিরুদ্ধে আনা অভিযোগকে "মিথ্যা ও ষড়যন্ত্রমূলক" বলে দাবি করছেন।
নারায়ণগঞ্জের চাষাড়া গোলচত্বরে বিক্ষোভ চলাকালীন সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তগণ মোমবাতি প্রজ্বলন করেন এবং বিভিন্ন শ্লোগান দেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ইসকন ও সনাতন ধর্মীয় নেতারা এই গ্রেপ্তারকে "ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি অপচেষ্টা" হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করতে পারে।
প্রশাসন বলছে, অভিযোগের ভিত্তিতে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, এবং যথাযথ প্রমাণ সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নারায়ণগঞ্জের চাষাড়া গোলচত্বরে চলমান এই বিক্ষোভ সনাতন সম্প্রদায়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।