প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৫, ৬:১০ পূর্বাহ্ণ
কাউখালীতে রেনু পোনা ধরার অপরাধে ০৪ জেলেকে কারাদণ্ড
পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে নৌকা ভর্তি বিভিন্ন প্রজাতির রেনু জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় ০৭জনকে আটক করলেও ০৩জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয় এবং ০৪জনকে আটক করে তাদেরকে ০১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ অভিযান চালিয়ে তাদের কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা ও কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা।
আটককৃতরা হলেন, মোঃ হাবিব শেখ, রহিম হাওলাদার, রাকিব ফকির, মহিদুল শেখ। আটককৃত ব্যক্তিদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমির মারা গ্রামে।
কাউখালী নৌ পুলিশের ইনচার্জ নিয়াজ মোরশেদ জানান, কাউখালী সন্ধ্যা নদীর আমরাজুড়ি এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত নৌকার নেট জাল দিয়ে ধরা বিভিন্ন প্রজাতের রেনু জব্দ করে নৌ পুলিশ সদস্যরা। এ সময় ০৭জনকে আটক করলেও এরমধ্যে ০৩জন অপ্রাপ্তবয়স্ক হয় তাদের ছেড়ে দেয়া হয় এবং ০৪জনকে ০১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ট্রলার ভর্তি কয়েক হাজার রেনু ও ১হাজার মিটার নেট জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, জব্দকৃত রেনু পোনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লার নেতৃত্বে ও তার উপস্থিতিতে সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়। অবৈধ রেনু পোনা ধরাও নিষিদ্ধ নেট জাল ব্যবহার বন্ধ করতে আমাদের এ অভিযান চলমান থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত