টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় কসমেটিকস ব্র্যান্ড হারল্যান স্টোরের শোরুম উদ্বোধনে চিত্রনায়িকা পরীমণির আগমন ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় টিন মার্কেটে অনুষ্ঠানের আয়োজন থাকলেও বিভিন্ন মহলের চাপের মুখে অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
অথেনটিক রিটেইল কসমেটিকস শপ ‘হারল্যান স্টোর’-এর শোরুম উদ্বোধনে পরীমণির উপস্থিতির খবর মাইকিংয়ের মাধ্যমে প্রচারিত হয়। প্রায় ১৫ দিন ধরে এই খবর জানানো হলে এলেঙ্গার স্থানীয় বাসিন্দাদের মধ্যে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
পরীমণির আগমন ঠেকাতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও হেফাজতে ইসলামের নেতারা আন্দোলন এবং অবস্থান কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করেন। তারা দাবি তোলেন, পরীমণিকে এলেঙ্গায় আনা যাবে না। এ নিয়ে বিভিন্ন মসজিদে আলোচনা ও স্থানীয় নেতাদের মাধ্যমে শোরুম কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়।
হারল্যান স্টোরের মালিক মীর মাসুদ রানা জানান, "বিভিন্ন মসজিদ থেকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। হেফাজতের এক নেতা ফোন করে উদ্বোধনী অনুষ্ঠান না করার অনুরোধ জানান। এছাড়া থানা পুলিশের পরামর্শে ও পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে কোম্পানির সঙ্গে আলোচনা করে তাদের সম্মান জানিয়ে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।"
কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, "হেফাজতের নেতারা উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ঝামেলার সৃষ্টি করেছিলেন। তাই শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করেছে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন জানান, "স্টোর কর্তৃপক্ষ আমার কাছে অনুমতি চেয়েছিল। শর্ত ছিল যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি না করা। তবে তারা অনুষ্ঠান করতে পেরেছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি।"
পরীমণির আগমনকে কেন্দ্র করে হেফাজতের কর্মসূচিও পরবর্তীতে বাতিল করা হয়। তবে এই ঘটনা স্থানীয় জনগণের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
চিত্রনায়িকা পরীমণির উপস্থিতিতে হারল্যান স্টোরের শোরুম উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত হওয়া স্থানীয় সামাজিক ও ধর্মীয় দ্বন্দ্বের একটি প্রতিফলন। এই পরিস্থিতি প্রশাসন, স্থানীয় নেতা এবং সাধারণ মানুষের মধ্যে আরও সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরে।