প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
কৃষিবিদ শামীমুর রহমান শামীম মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস
ভাটার থানায় ২০১৪ সালের মিথ্যা ও বানোয়াট মামলায় ৬ বছরের সাজা থেকে আপিলের মাধ্যমে বেকসুর খালাস পেয়েছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম সহ অন্য নেতারা বিশেষ ট্রাইবুনাল -১৫, ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ মাননীয় বিচারক আদালতে ভাটারা থানায়, ২০১৪ সালের স্বৈরাচারী খুনি হাসিনার সরকারের সময় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলার আপিল শুনানিতে ২৬ ফেব্রুয়ারি আদালতে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান প্রবীণ নেতা, সাবেক এমপি মোঃ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয় পার্টির (কাজী জাফর) এর মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন ও বিএনপি এর কেন্দ্রীয় নেতা মনিরুল হক ফরাজী, বেলাল আহমেদ। মিথ্যা মামলায় এই সকল নেতাকে ইতিপূর্বে অন্যায়ভাবে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আসামীদয় উচ্চতর আদালত থেকে জামিন নিয়ে ন্যায়বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল ১৫ আদালতে আপিল করেন।
২৬ ফেব্রুয়ারি সকাল থেকে মামলার আপিল শুনানিতে আসামী পক্ষের আইনজীবী হিসাবে উপস্থিত ছিলেন, এডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ, এডভোকেট একেএম রেজাউল ফিরোজ মিন্টু।
উল্লেখ্য , ৭৪ সালের বিশেষ ক্ষমতায় কালো আইনের এই মিথ্যা মামলাতে মৃত্যুদন্ডের বিধান রয়েছে। আসামিদের হয়রানি ও নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে বিশেষ কালো আইনে মামলাটি করা হয়েছিল। এই মামলার আপিল শুনানিতে আজ ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
মহামান্য আদালত আপিল শুনানি শেষে মিথ্যা, হয়রানিমূলক ও বানোয়াট মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করে ৬ বছরের কারাদণ্ড বাতিল করে এই নেতাদের বেকসুর খালাস দেন। খালাস প্রাপ্তরা বলেন আদালত এখন স্বাধীন ভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করছে। সাধারণ মানুষ এখন ন্যায়বিচার পাচ্ছে বিধায় বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরে আসছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত