খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এবং দৌলতপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এম এম জসিমের বিরুদ্ধে দখল বাণিজ্যসহ নানা অভিযোগের ভিত্তিতে মহানগর বিএনপি তাকে ৭২ ঘণ্টার সময়সীমা দিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।
দলীয় সূত্রে জানা যায়, এম এম জসিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত এক বার্তায় গত ৬ ফেব্রুয়ারি তাকে এই নোটিশ প্রদান করা হয়।
নোটিশে উল্লেখ করা হয় যে, কেন্দ্রীয় নির্দেশনা ও মহানগর বিএনপির পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও এম এম জসিম দৌলতপুর বাজার সমিতির নির্বাচনে সরকার-সমর্থিত প্রতিপক্ষের সঙ্গে অংশগ্রহণ করেছেন। এছাড়া, তিনি একই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন এবং তার পাশে থাকা একজন ব্যক্তি "জয় বাংলা" স্লোগান দিয়েছেন।
এছাড়াও, তার বিরুদ্ধে দোকান ও ঘাট দখলের অভিযোগ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা দলের শৃঙ্খলার পরিপন্থী। এসব কারণেই তাকে ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে এম এম জসিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।