প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
খুলনার দিঘলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তির দু চোখ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা
খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনিমহল কাটাবন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু' পক্ষের সংঘর্ষে মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টু গাছি (৫৫) নামে এক ব্যক্তির দু' চোখ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনিমহল কাটাবন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ জানুয়ারি দু' গ্ৰুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। ঐ ঘটনার জের ধরে ২৩ জানুয়ারি সকাল সাড়ে ৭ টায় চন্দনিমহল কাঁটাবনে নারদের দোকানের সামনে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। দু' পক্ষের সংঘর্ষে দক্ষিণ চন্দনীমহল মালোপাড়া এলাকার ইয়াদ আলী শেখের পুত্র মোহাম্মদ মন্টু শেখ ওরফে মন্টু গাছি (৫৫) নামে এক ব্যক্তির দু' চোখ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সংবাদ পেয়ে খুলনার পুলিশ সুপার এ সার্কেল হাফিজুর রহমান , দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন ও ওসি তদন্ত টোকনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, অপরাধীদের গ্রেফতারে পুলিশ ও যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা এখনো সম্ভব হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত