প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৬:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৫, ৪:০২ অপরাহ্ণ
খুলনার দিঘলিয়ায় দানবীর এম এ মজিদ পুত্র মতিন না ফেরার দেশে চলে গেলেন
খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে পরিচিত মরহুম দানবীর এম এ মজিদ সাহেবের জ্যেষ্ঠ সন্তান এস এম মতিন( ৫৫) আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যা জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মরহুম এস এম মতিন দিঘলিয়া অঞ্চলে পরিচিত এবং সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র এক স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ১ম জনাজার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০ ঘটিকায় খুলনা নগরীর দৌলতপুর বিনাপানি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। ২য় জানাজার নামাজ জুম্মা বাদ মরহুমের নিজ গ্ৰাম দিঘলিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে দিঘলিয়ায় পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু ও সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক। দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
তাছাড়া শোকবার্তা দিয়েছেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আলহাজ সরোয়ার খান ডিগ্রি কলেজের অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, বর্তমান প্রধান শিক্ষক মোল্লা রেজাউল ইসলাম , মাওলানা মুজিবর রহমান, মাওলানা মুসফিক, আমির হোসেন, খান আসাদুজ্জামান, লায়ন খান আক্তারুজ্জামান, মোড়ল সেলিমুল ইসলাম , শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠন শোক বিবৃতি দিয়েছেন।
এস এম মতিনের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি তার কর্মজীবনে এবং পারিবারিক জীবনে একজন আদর্শবান মানুষ হিসাবে পরিচিত ছিলেন। তার জীবন ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় এবং পরিবারের শোক সহ্য করার শক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজন ও শুভানুধ্যায়ী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত