প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৫, ২:৪৮ অপরাহ্ণ
খুলনার সেনহাটি বালিকা বিদ্যালয়ে ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অন্ত শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। এ কারণে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মল্লিক বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন , শিক্ষা জীবনে লেখাপড়ার পাশাপাশি নিজেদের আদর্শ মানবিক মানুষ হিসাবে গড়ে তোলার উপযুক্ত সময় এ সময়কে অবহেলা না করে জীবনের লক্ষ্য স্থির করে সেই পথে অগ্রসর হতে হবে। অভিভাবকদের বিভিন্নভাবে সহযোগিতা পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে বলে উল্লেখ করেন।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৮ দলীয় ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অ বিশেষ অতিথি ছিলেন ,সেনহাটি ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রাশেদুজ্জামান, সাবেক জেলা যুবদলের নেতা মনিরুল হক ভুট্টো,শেখ রওশন আজাদ, উপস্থিত ছিলেন অত্র মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান মল্লিক, প্রতিভা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা লিপি খাতুন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খান এ সবুর প্রাথমিক বিদ্যালয় ইমরান হোসেন আরো উপস্থিত ছিলেন অভিভাবক গন। অন্ত শ্রেনীর ক্রিকেট টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত