প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ
ঘোষেরহাটে অন্তঃসত্ত্বা গাভী জবাই, অভিযোগের পরও প্রশাসনের নীরবতা
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে ০৫ মাসের অন্তঃসত্ত্বা গাভী জবাই করে বিক্রি করেছে স্থানীয় কসাই কাওসার মাতুব্বর (২৫) নামে স্থানীয় এক কসাই ও তার লোকজন । কাওসার মাতুব্বর উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের বিলবাড়ি এলাকার সোনামুদ্দিন মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (২৫ জানুয়ারি) অতি সকালে কাওসার মাতুব্বর তার লোক জন নিয়ে গাভীটি জবাই করে অতি নিকটে খালে বাছুরটি পেট কেটে ফেলে দেওয়ায়, বাছুরটি পানিতে তলিয়ে যাওয়ায় কেউ দেখতে পায়নি। গাভিটির গোস্ত বাজার বিক্রি করে তার লোকজন নিয়ে বাড়িতে চলে যান।
বিকেল ০৩টায় স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী বাবুল মুন্সি খালের চরে মৃত বাছুর’টি দেখতে পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ঘোষেরহাট বাজার কমিটিকে জানান। বাজার কমিটির সভাপতি মাকিত শিকদার স্থানীয় লোকজন নিয়ে সরোজমিনে যাচাই করে ঘটনার সত্যতা পেয়ে তিনি জিয়ানগর থানায় অবহিত করলে তাৎক্ষণিকভাবে থানার সেকেন্ড অফিসার আব্দুল জলিল ও এসআই আশিকুজ্জামান ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সেকেন্ড অফিসার আব্দুল জলিল জানান, আমরা ঘটনার সততা পেয়েছি। কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আপনারা ভেটেরিনারি সার্জেন্ট এর মাধ্যমে ভ্রাম্যমান আদালতকে অবহিত করেন। ভ্রাম্যমান আদালত যাচাইপূর্বক অপরাধীকে অর্থদণ্ড বা কারাদন্ড প্রদান করলে আমরা তা বাস্তবায়ন করতে পারবো।
কমিটির সভাপতি মাকিত শিকদার ভেটেরিনারি সার্জেন্ট ডা: মো: মহিউদ্দিন কে অবহিত করলে তিনি প্রথমে গরিমসি করলেও একাধিক লোকের ফোন দেওয়ায় তিনি ঘটনাস্থলে আসেন ও স্থানীয় লোকজনদের নিয়ে পরিদর্শনপূর্বক তিনি জানান, ঘটনাটি যেহেতু সকালে ঘটেছে আপনারা অবহিত করেছেন বিকেলে, আপনারা যেহেতু হাতে নাতে ধরতে পারেননি সেক্ষেত্রে প্রমাণের যথেষ্ট অভাব রয়ে গেছে। সাথে সাথে হাতেনাতে ধরতে পারলে আমরা ব্যবস্থা নিতে পারতাম। বাছুরটি যেহেতু পাওয়া গেছে খালের চরে সে ক্ষেত্রে অন্য কোথা থেকেও ভেসে আসতে পারে।
পরবর্তীতে আপনারা হাত নাতে ধরতে পারলে আমরা ব্যবস্থা নিতে পারব। আমি উপজেলা নির্বাহী অফিসার কে লিখিত অভিযোগের মাধ্যমে অবহিত করব।
তার এরূপ মন্তব্যের কারণে ও ঘটনা অন্য দিকে ধাবিত করার কারণে স্থানীয় জনগণের মাঝে বিরূপ প্রভাব দেখা যায়। এজন্য জনগণ সার্জনকে দায়িত্ব অবহেলার কারণে দোষারোপ করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত কাওসার মাতুব্বর এর নাম্বারে একাধিকবার ফোন দিলে ও তিনি কলটি কেটে দিয়ে মোবাইলটি বন্ধ করে রাখেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত