চিকিৎসক এবং আইনজীবীদের সেবা ফি বা ভিজিটের হিসাব সংগ্রহ ও কর আদায়ের বিষয়ে সরকার উদ্যোগ নিতে যাচ্ছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে ইঙ্গিত দেন।
উপদেষ্টা জানান, চিকিৎসকরা রোগীদের কাছ থেকে যে অর্থ গ্রহণ করেন, তার কোনো রসিদ বা প্রমাণপত্র দেওয়া হয় না, যা কর ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। এই অর্থের হিসাব সংরক্ষণের জন্য কার্যকর পদ্ধতি নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে।
তিনি বলেন, চিকিৎসকদের কাছ থেকে পাকা রসিদ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, সেবা প্রদানের প্রক্রিয়া ডিজিটাল করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে, যাতে লেনদেন স্বচ্ছ হয়।
চিকিৎসকদের পাশাপাশি আইনজীবীরাও নগদ অর্থ গ্রহণ করেন, তবে কোনো রসিদ প্রদান করেন না। তাই, তাদের অর্থ লেনদেন ও কর আদায়ের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।
উপদেষ্টা জানান, এই ধরনের পেশাদার সেবাদানকারীদের কাছ থেকে কর আদায় নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, চিকিৎসক ও আইনজীবীদের সেবা ফি লেনদেনের স্বচ্ছতা আনতে এবং কর ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও সুসংগঠিত ও স্বচ্ছ করতে ভূমিকা রাখবে।