প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৫, ৪:০৭ অপরাহ্ণ
চীনের প্রযুক্তিগত অগ্রগতি: ৬জি উদ্ভাবনের পথে নতুন মাইলফলক
বিশ্বকে তাক লাগিয়ে ৬ষ্ঠ প্রজন্মের (6G) যোগাযোগ প্রযুক্তি উদ্ভাবনের পথে যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান চ্যাং গুয়াং স্যাটেলাইট টেকনোলজি কোম্পানি। প্রতিষ্ঠানটি সম্প্রতি স্যাটেলাইট টু গ্রাউন্ড লেজার যোগাযোগের মাধ্যমে প্রতি সেকেন্ডে ১০০ গিগাবাইট ডেটা ট্রান্সমিশন সক্ষমতা প্রদর্শন করেছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চ্যাং গুয়াং স্যাটেলাইট টেকনোলজির নতুন পরীক্ষাটি আগের রেকর্ডের চেয়ে ১০ গুণ দ্রুত। প্রতিষ্ঠানটির লেজার কমিউনিকেশন গ্রাউন্ড স্টেশনের প্রধান ওয়াং হ্যাংহাং বলেন, “আমরা ইতোমধ্যে বড় আকারের প্রকল্প শুরু করেছি, যা স্টারলিংকের চেয়েও আমাদের এগিয়ে রাখছে।”
পঞ্চম প্রজন্মের (5G) তুলনায় বহুগুণ দ্রুত এই প্রযুক্তি প্রতি সেকেন্ডে এক টেরাবাইটেরও বেশি গতিতে তথ্য আদান-প্রদান করতে সক্ষম। ৬জি প্রযুক্তি উচ্চতর ফ্রিকোয়েন্সি তরঙ্গের (টেরাহার্জ রেঞ্জ) মাধ্যমে স্থল, বায়ু এবং মহাকাশের নেটওয়ার্কগুলিকে একত্রিত করে বিশ্বব্যাপী নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিত করবে।
ওয়াং হ্যাংহাং জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে চ্যাং গুয়াং স্যাটেলাইটের সব স্যাটেলাইটকে লেজার কমিউনিকেশন ইউনিট দিয়ে সজ্জিত করা হবে। এই অগ্রগতি ৬জি উদ্ভাবনের পাশাপাশি আল্ট্রা-হাই-রেজোলিউশন রিমোট সেন্সিং এবং উন্নত স্যাটেলাইট পজিশনিং প্রযুক্তির দ্বার উন্মোচন করবে।
এই সাফল্যের মাধ্যমে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি ইলন মাস্কের স্টারলিংককে ছাপিয়ে ৬জি প্রযুক্তির দৌড়ে অগ্রগামী অবস্থান অর্জন করেছে। ৬জি প্রযুক্তির এই উন্নয়ন তথ্যপ্রযুক্তি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত