"জাগো বাহে তিস্তা বাঁচাই" শ্লোগানকে সামনে রেখে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুই দিনের কর্মসূচি শুরু করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
কর্মসূচির বিবরণ, তারিখ: সোমবার (১৭ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি), অংশগ্রহণকারীর সংখ্যা: রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাট জেলার সাধারণ মানুষ, স্থান: তিস্তা নদীর ১১টি পয়েন্ট, লক্ষ্য: বিশ্ববাসীকে তিস্তা পানি বৈষম্যের বিষয়টি জানানো।
তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির নেতারা জানান, তিস্তা নদী বেষ্টিত উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পানি বৈষম্যের শিকার। বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি বাস্তবায়িত হয়নি। আন্দোলনের অন্যতম নেতা, গঙ্গাচড়া উপজেলা বিএনপি আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু বলেন, আন্দোলনকে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে।
অবস্থান কর্মসূচি: তিস্তার তীরে তাঁবু খাঁটিয়ে অবস্থান কর্মসূচি, সংস্কৃতিক অনুষ্ঠান: মঞ্চ বানিয়ে সংগীত ও নাটক পরিবেশনা, বক্তব্য প্রদান: স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মতামত।
সরেজমিনে দেখা যায়, তিস্তা সেতুর সামনে রংপুরের গঙ্গাচড়া উপজেলা এবং পেছনে লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে যোগ দিয়েছেন। তাঁবু খাটানো হয়েছে এবং সকাল থেকে অংশগ্রহণকারীরা আসতে শুরু করেছেন।