প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৫, ৮:২৬ পূর্বাহ্ণ
জিয়ানগরে দিনে দুপুরে শিক্ষকের বাসায় চুরি
পিরোজপুরের জিয়ানগরে দিনে দুপুরে মাহমুদুল হাসান নামে এক মাদ্রাসা শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামে ইন্দুরকানি বালিপাড়া সড়কের পাশে বাসায় চুরি ঘটনা ঘটে।
জানা যায়, মাদ্রাসা শিক্ষক মাহমুদুল হাসান সকালে তার কর্মস্থলে যান এবং তার স্ত্রী ছোট মেয়েকে নিয়ে ১০টার দিকে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে যান। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চোর চক্র দরজার সিটকানি ভেঙে বাসায় ঢুকে আলমিরার তালা ভেঙ্গে ০৩ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এ বিষয়ে শিক্ষক মাহমুদুল হাসান থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শনপূর্বক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এ বিষয়ে শিক্ষক মাহমুদুল হাসান বলেন, আমি সকালে মাদ্রাসায় যাই,আমার স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে যায় । এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে দুষ্কৃতকারীর দল ছিটকানি ভেঙ্গে বাসায় ঢুকে আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা ও ০৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি।
জিয়ানগর থানা পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, দিনে দুপুরে দক্ষিণ ইন্দুরকানি গ্রামে ইন্দুরকানী বালিপাড়া সড়কের পাশে এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত