ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নতুন করে ৬টি বেওয়ারিশ লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থ্যান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার দুপুরে হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জুলাই গণ-অভ্যুত্থ্যান বিষয়ক বিশেষ সেল জানায়, তাদের অনুসন্ধানে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ মর্গে গণ-অভ্যুত্থানে শহীদ অশনাক্ত ৬টি মরদেহ রয়েছে। মরদেহগুলোর মধ্যে রয়েছে, অজ্ঞাতনামা পুরুষ (২০ বছর), অজ্ঞাতনামা পুরুষ (২৫ বছর), অজ্ঞাতনামা পুরুষ (২২ বছর), অজ্ঞাতনামা মহিলা (৩২ বছর), অজ্ঞাতনামা পুরুষ (৩০ বছর), এনামুল (২৫ বছর)।
ময়নাতদন্তে পাঁচ জনের মৃত্যুর কারণ হিসেবে ‘আঘাতজনিত’ এবং একজন (এনামুল) মৃত্যুর কারণ হিসেবে ‘ডিজিস্ট ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, লাশগুলোর ডিএনএ এবং পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। সেলের নেতারা জানান, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গতকাল তাদের জানিয়েছিলেন, এই ৬টি মরদেহ এখনও হিমাগারে রয়েছে।
এসময়, জুলাই গণ-অভ্যুত্থ্যান বিষয়ক বিশেষ সেল পরিবারগুলির প্রতি আহ্বান জানায়। তারা বলে, "যদি কোনও পরিবারের সদস্য হারিয়ে গিয়ে থাকেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।"
মিসিং ব্যক্তির পরিবারের সদস্যরা ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এই ঘটনায় জুলাই গণ-অভ্যুত্থ্যান বিষয়ক বিশেষ সেল শহীদদের সঠিক পরিচয় শনাক্তের জন্য কাজ করছে। তাদের উদ্দেশ্য, গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতিকে যথাযথভাবে সম্মানিত করা এবং পরিবারের সদস্যদেরকে লাশের পরিচয় প্রদান করা।