ঝিনাইদহের কালীগঞ্জে প্রতারণার ফাঁদে পড়ে তিন লাখ টাকা খুইয়েছেন মোহাম্মদ তোতা নামের এক কাঠ ব্যবসায়ী। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ শহরের ছন্দা সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার তোতা এ বিষয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে মোহাম্মদ তোতা জানান, ঘটনার দিন সকালে কালীগঞ্জ শহরের সোনালী ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করে কাঠ ব্যবসার জন্য কাঠাল বাগানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ছন্দা সিনেমা হল এলাকায় এক অপরিচিত ব্যক্তি বিদেশি মুদ্রা দেখিয়ে জিজ্ঞেস করেন, কোথায় তা ভাঙানো যায়।
তোতা বিষয়টি জানেন না বলে সরাসরি জানিয়ে দিলে আরেকজন যুবক এসে নানা প্রলোভন দেখাতে শুরু করে। কথার ফাঁদে ফেলে এক পর্যায়ে তারা তোতার কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, "আমি গত রাতে থানায় যোগদান করেছি। বিষয়টি এখনো জানি না। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, প্রতারণার নতুন নতুন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার প্রবণতা বাড়ছে। পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা এবং সাধারণ মানুষের সচেতনতা এ ধরনের অপরাধ রোধে সহায়ক হতে পারে।