ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অলআউট হয়ে টেস্ট ইতিহাসে লজ্জাজনক রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। মাত্র ১৩.৫ ওভারেই গুটিয়ে যায় লঙ্কানরা। এটি শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রান, যা একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে বলের বিচারে দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস।
ডারবান টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়। এরপর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে শ্রীলঙ্কার ব্যাটাররা পুরোপুরি অসহায় হয়ে পড়ে। প্রোটিয়া পেসার মার্কো জানসেন একাই ৭ উইকেট শিকার করেন। লঙ্কানদের দুইজন ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।
শ্রীলঙ্কার ইনিংসে উল্লেখযোগ্য রান সংগ্রহ করেন কেবল কামিন্দু মেন্ডিস (২০ বলে ১৩ রান) এবং লাহিরু কুমারা (১০ রান)। বাকিরা হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করেন। কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল, পবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো এবং আশিথা ফার্নান্দো রানের খাতা খুলতে ব্যর্থ হন।
মার্কো জানসেনের বিধ্বংসী বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তিনি মাত্র ৩৯ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট। তার পাশাপাশি কাগিসো রাবাদা এবং লুথো সিপামলা নেন ২টি করে উইকেট।
শ্রীলঙ্কার ইনিংস ৪২ রানে গুটিয়ে দেওয়ার ফলে প্রথম ইনিংসে ১৪৯ রানের বড় লিড পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে বড় লিড নিয়েই ব্যাট করতে নামে প্রোটিয়ারা।
৪২ রানের ইনিংস শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর। এর আগে তাদের সর্বনিম্ন ছিল ৬২ রান, যা তারা ২০০৭ সালে কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিল।
ডারবান টেস্টে শ্রীলঙ্কার এই পারফরম্যান্স দলটির টেস্ট ক্রিকেট ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে পারবে কিনা, তা নিয়ে শঙ্কা থাকলেও ম্যাচের পরিস্থিতি এখন পুরোপুরি দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে।