বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে এটি তাদের প্রথম বিদেশ সফর।
আগামী ২-৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১ এপ্রিল জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক এবং ২ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বিমসটেকের শীর্ষ সম্মেলনে ৪ এপ্রিল অংশ নেবেন ড. ইউনূস। সম্মেলনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ কূটনৈতিকভাবে অনুরোধ জানিয়েছে। তবে ২৪ মার্চ বিকেল পর্যন্ত ভারত থেকে চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি। ঢাকার কূটনৈতিক মহল মনে করছে, ৫ আগস্টের পর দুই দেশের সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন কমাতে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইতোমধ্যে বাংলাদেশের অনুরোধ বিবেচনার কথা বলেছেন।
বিমসটেক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গেও বৈঠক করবেন ড. ইউনূস।
গত বছরের ৮ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হন ড. ইউনূস। দায়িত্ব গ্রহণের পর তিনি ইতোমধ্যে বেশ কয়েকটি বহুপক্ষীয় সম্মেলনে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে সেপ্টেম্বর ২০২৩-এ নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন, নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলন, ডিসেম্বরে মিশরে ডি-৮ সম্মেলন এবং চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF)-এর বার্ষিক সম্মেলন।
ব্যাংকক সফরের আগে ড. ইউনূস সরকারি সফরে চীন যাচ্ছেন। ২৬ মার্চ চীন সফরের পর তিনি ৩ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে যোগ দেবেন। চীন সফরটি একসঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনার অংশ।