ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভবন নির্মাণের অনুমতি প্রদান এবং ২০০৮ সালের নির্মাণ বিধিমালা অনুযায়ী রাস্তা অনুযায়ী ভবন উচ্চতার অনুমোদনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে "ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতি"। রোববার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি উত্থাপন করা হয়।
১. নির্মাণ বিধিমালা ২০০৮ অনুযায়ী ভবন অনুমোদন প্রদান ২. ড্যাপ-এ ঢাকা শহরের জলাশয়, খাল-বিল, নদী-নালা, খেলার মাঠ, পার্ক সংরক্ষণ ৩. ঢাকার জলাবদ্ধতা মুক্ত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ ৪. রাজউক থেকে ভবন নির্মাণ অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ ৫. যাবতীয় হয়রানি বন্ধ করা
মানববন্ধনে উপস্থিত "ঢাকা শহরের ক্ষতিগ্রস্ত ভূমি মালিক সমিতি"-এর সভাপতি অধ্যাপক ডা. দেওয়ান এম এ সাজ্জাদ বলেন, "ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপের মূল উদ্দেশ্য ছিল ভূমির শ্রেণীবিন্যাস, সংরক্ষণ, উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা। কিন্তু এই পরিকল্পনার মাধ্যমে বিগত সরকারের কিছু সুবিধাবাদী ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাগরিকদের বাসস্থানের অধিকার ক্ষুণ্ণ করেছে।"
তিনি আরও বলেন, "২০০৮ সালে যে পরিমাণ জমিতে ১০ তলা ভবনের অনুমোদন পাওয়া যেত, বর্তমানে একই জমিতে ৫ তলা ভবনের অনুমতি দেওয়া হচ্ছে। এতে ঢাকার ভূমি মালিকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।"
অধ্যাপক সাজ্জাদ বলেন, "ড্যাপের প্রস্তাবনায় ঢাকার ২০ শতাংশ এলাকায় উচ্চ ভবন নির্মাণের অনুমতি থাকলেও অবশিষ্ট ৮০ শতাংশ এলাকায় ভবন উচ্চতা ও আয়তন সীমিত করা হয়েছে। ফলে বিগত দুই বছর ধরে ঢাকার ৮০ শতাংশ এলাকার ভবন মালিকরা রাজউক থেকে কোনো নকশার অনুমোদন পাচ্ছেন না।"
মানববন্ধনে জলাবদ্ধতা মুক্ত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রাজউকের বিভিন্ন হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির সদস্য মো. হুমায়ুন কবির, মো. জাহাঙ্গীর আলম এবং এ. কে. এজাজ মাহমুদ প্রমুখ। তাঁরা একযোগে ড্যাপের সংশোধন ও নির্মাণ বিধিমালা সহজীকরণের আহ্বান জানান।