সম্প্রতি ফর্মের বাইরে থাকা রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়নস লিগে আটালান্টার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অবশেষে স্বস্তির জয় তুলে নিয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে আটালান্টার মাঠে অনুষ্ঠিত ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামের দুর্দান্ত পারফরম্যান্সে ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা।
ম্যাচের শুরুতেই রিয়ালের নিয়ন্ত্রণ স্পষ্ট হয়। ১০ মিনিটেই অসাধারণ ড্রিবলিংয়ের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে দেন। তবে বিরতির আগে ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় আটালান্টা।
বিরতির পর রিয়াল মাদ্রিদের আক্রমণাত্মক খেলা স্পষ্ট হয়। ৫৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র বুদ্ধিদীপ্ত একটি প্লেসিং শটে গোল করে দলকে আবার এগিয়ে দেন। এরপর ৫৯ মিনিটে জুড বেলিংহ্যাম দেখান একক ঝলক। মাঝমাঠ থেকে বল নিয়ে ড্রিবল করে দুর্দান্ত এক গোল করেন এই ইংলিশ তারকা। তার এই গোল ম্যাচের সেরা মুহূর্তগুলোর একটি।
৬৫ মিনিটে আটালান্টার আদেমোলা লুকমেন একটি গোল করে ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে রিয়াল মাদ্রিদ ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের ৩৬ দলের লিগে ১৮তম স্থানে উঠে এসেছে। তবে পরবর্তী রাউন্ডে প্লে-অফ নিশ্চিত করতে তাদের অবশ্যই শীর্ষ ২৪ দলের মধ্যে থাকতে হবে।
দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে বেশ চাপে ছিলেন কোচ কার্লো আনচেলত্তি। এই জয় তার দলের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রেরণা জোগাবে।