নরসিংদীর শিবপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবিদ হাসান জজ মিয়াকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি একাধিক মামলার আসামি ছিলেন।
পরে থানা হাজতে তাকে দেখতে আসেন স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়া। এ সময় তিনি একাধিকবার নিজের মোবাইল ফোন দিয়ে নাদিম সরকারকে বিভিন্নজনের সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। দায়িত্বে থাকা পুলিশ সদস্য সবুজ মিয়া এতে বাধা দিলে জজ মিয়া তার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন।
তৎক্ষণাৎ উপস্থিত পুলিশ সদস্যরা সবুজ মিয়াকে উদ্ধার করেন এবং আবিদ হাসান জজ মিয়াকে আটক করে থানায় নিয়ে যান। পরে পুলিশ সদস্য সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা করেন।
এই ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবিদ হাসান জজ মিয়াকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির হোসেন বলেন, "দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।"
এছাড়া, তাকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান অনুমোদন করেছেন।