প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ণ
দলীয় সন্ত্রাসীদের হামলায় উপজেলা ছাত্রদল নেতা গুরুতর আহত
পিরোজপুরের জিয়ানগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন ফরাজী নিজ দলীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ০৮টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের ফকিরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, মোঃ শাহিন ফরাজীর সাথে স্থানীয় হাসান খান ও মানিকের সাথে ডিস লাইন ও ইন্টারনেট সংযোগ নিয়ে বিরোধ চলছিল। শাহীন ফরাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুল হক ফরাজীর ছেলে এবং সে জিয়ানগর ডিগ্রী কলেজে অধ্যয়নরত। হাসান খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত এবং মানিক জেলা তাঁতী দলের রাজনীতির সাথে জড়িত। তারা সকলেই দক্ষিণ ভবানীপুর গ্রামের একই এলাকার বাসিন্দা। শাহীন ফরাজীর নিকট মানিক ও হাসান ডিস লাইন ও ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যাপারে চাঁদা দাবি করেছিল বলে শাহীন ফরাজী দাবি করেন।
তারই সূত্র ধরে শনিবার রাত ০৮টার দিকে ফকিরহাট নামক স্থানে মানিক ও হাসান মিলে শাহীন ফরাজির উপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা শাহীন ফরাজীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে চিকিৎসার জন্য নিয়ে আসে।
ঘটনা শুনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শাহীন ফরাজীকে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে আসেন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু বলেন, শাহীন ফরাজীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন হাতে তুলে নেওয়ার রাজনীতি আমরা করি না। সঠিক তদন্তের মাধ্যমে এর উপযুক্ত বিচার হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জিয়ানগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজির উপর হামলা হয়েছে বলে তিনি শুনেছেন। সন্ত্রাসীরা যে দলেরই হোক তার বিচার হবে, কোন পার পাবে না। সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার হবে বলে তিনি আশ্বস্ত করেন।
জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মারুফ হোসেন বলেন, শাহীন ফরাজী নামে ছাত্রদল নেতার উপর নিজ দলীয় সন্ত্রাসী দ্বারা হামলা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। লিখিত অভিযোগ পেলে সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত