গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, বাংলাদেশে ৪৬টি টেলিভিশন চ্যানেল চলানোর জন্য পর্যাপ্ত বাজার নেই। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলে টেলিভিশন চ্যানেলগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল, তবে এ সংখ্যা দেশে প্রচলিত বাজারের সক্ষমতার বাইরে চলে গেছে। তিনি জানান, দেশের গণমাধ্যমে রাজনৈতিক প্রভাব কমাতে হবে এবং পত্রিকাগুলোর জন্য একটি জাতীয় সম্পাদকীয় নীতি গ্রহণ করতে হবে।
আজ রোববার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন কামাল আহমেদ। এ সভায় চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালীসহ অন্যান্য জেলার পত্রিকা ও টেলিভিশন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কামাল আহমেদ আরো বলেন, একই হাউস থেকে একাধিক সংবাদপত্র প্রকাশিত হচ্ছে, এবং একাধিক মিডিয়া প্ল্যাটফর্ম একই মালিকের হাতে রয়েছে। তিনি এই শৃঙ্খলাবিহীন পরিস্থিতি পরিবর্তন করার জন্য উদ্যোগ নেবেন। তিনি ‘দুষ্টু চক্র’ ভাঙার কথা বলেছেন, এবং শৃঙ্খলা আনার জন্য সুপারিশগুলো সরকারকে পৌঁছে দেওয়ার কথা জানান।
মফস্সল সাংবাদিকদের জন্য বেতন কাঠামো বিষয়ে কামাল আহমেদ জানান, এটি একটি ভালো প্রস্তাব এবং জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো তৈরি করার ব্যাপারে কমিশন কাজ করবে। তিনি বলেন, সম্পাদক হওয়ার ক্ষেত্রে অনেক সময় অযোগ্য ব্যক্তিরা পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে সম্পাদক হয়ে যাচ্ছেন, যা সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে।
এছাড়া, সাংবাদিকদের হামলা-মামলা বন্ধে তিনি বলেন, ১৯৮৩ সালের প্রেস কমিশনের সুপারিশের মতো জাতীয় নিরাপত্তার অজুহাতে সাংবাদিকদের হয়রানি করা যাবে না। তবে তিনি পরিষ্কার করে বলেন, সংস্কার কমিশন কোনো তদন্ত কমিটি নয়, তবে মামলার বিষয়গুলো সরকার বিবেচনা করবে।