বাংলাদেশে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে নতুন ডিজাইনের নোট বাজারে আনার সম্ভাবনা রয়েছে।
নতুন নোটগুলোতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন করা হবে। এতে, নোটে যুক্ত হবে দেশের ধর্মীয় স্থাপনা, বাঙালির ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের গ্রাফিতি। আগের নোটের তুলনায় নতুন ডিজাইনে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের নকশার বিস্তারিত প্রস্তাব জমা দিতে নির্দেশনা দেয়। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কার্যক্রম শুরু করেছে। এই কমিটির সভাপতি হলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১। কমিটিতে চিত্রশিল্পীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান, ‘নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা।’
টাকশালের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন টাকার জন্য টেন্ডার প্রক্রিয়া বাকি আছে। এটি সম্পন্ন হওয়ার পরই ছাপার কাজ শুরু হবে। বর্তমানে টাকা ছাপার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আবার ছাপা শুরু হবে।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ছয় মাসের মধ্যে নতুন টাকার নোট বাজারে আনার পরিকল্পনা রয়েছে। নতুন নোট বাজারে এলে পুরোনো নোট পর্যায়ক্রমে তুলে নেওয়া হতে পারে।
নতুন নোট চালুর মাধ্যমে দেশীয় মুদ্রা ব্যবস্থায় নিরাপত্তা বৃদ্ধি এবং ভুয়া নোট প্রতিরোধ সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এছাড়া নোটের নতুন ডিজাইনে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন জাতীয় গৌরবের একটি দৃষ্টান্ত স্থাপন করবে।