পিরোজপুরের নাজিরপুরে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে অসহায় ও ষাটোর্ধ প্রবীনদের মাঝে লাঠি ও ছাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট) বেলা ১১ টায় রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের অসহায় ও ষাটোর্ধ ৯০ জন প্রবীনদের মাঝে লাঠি ও ছাতা বিতরণ করা হয়।
শাঁখারীকাঠি ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো. আলমগীর সোহেলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক সাজিয়া শাহনাজ তমা।
প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রামার উত্তম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক এর জোনাল ম্যানেজার মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান,এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো.আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সমাজের প্রবীণ ও অসহায়দের সাহায্যার্থে ও সম্মানার্থে বেসরকারি সংস্থা রিকের এ ধরনের মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের বিত্তবান ও অন্যান্য সংস্থাদেরকেও সাহায্যের হাত বাড়াতে উদাত্ত আহ্বান জানান।