প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৪:৩০ পি.এম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলের অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবস্থিত জাহিন স্পিনিং মিল নামক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ঝাউগড়া এলাকার ওই কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জোন-২ এর উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, আড়াইহাজার, রূপগঞ্জের কাঞ্চন এবং নরসিংদীর মাধবদী স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত ২টা নাগাদ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
এ ঘটনায় কারখানার মালিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান জানান, তাদের কারখানায় তুলা থেকে সুতা তৈরির কাজ হতো এবং সেখানে ছয় শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন। তবে, বিজয় দিবস উপলক্ষে ওই দিন কারখানাটি ছুটি ছিল, ফলে কারখানায় উপস্থিত কোনো শ্রমিকের ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় কারখানার মজুত তুলা, সুতা তৈরির কাঁচামাল এবং যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে, আগুনের সূত্রপাত এবং কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, কারখানায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরবর্তী সময়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত