আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক সভায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এ ঘোষণা দেন।
ইতিপূর্বে পিরোজপুর-১ আসনের জন্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। এবারে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে তিনটি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
১. পিরোজপুর-০১ সংসদীয় আসন (জিয়ানগর, পিরোজপুর সদর ও নাজিরপুর):
প্রার্থী: আলহাজ্ব মাসুদ বিন সাঈদীপরিচিতি: সাবেক উপজেলা চেয়ারম্যান, সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান।
পিরোজপুর-০২ সংসদীয় আসন (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ):
প্রার্থী: আলহাজ্ব শামীম বিন সাঈদী
পরিচিতি: সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান।
পিরোজপুর-০৩ সংসদীয় আসন (মঠবাড়িয়া):
প্রার্থী: অধ্যাপক শরীফ আব্দুল জলিল
পরিচিতি: জেলা জামায়াতে ইসলামী সদস্য, মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য ফখরুদ্দিন আল রাজী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা সিদ্দিকুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক এবং তিনটি সংসদীয় আসনের ঘোষিত প্রার্থীরা।
এছাড়াও সভায় ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আমির হোসেন খান, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, কাউখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম খান, সেক্রেটারি অধ্যাপক মোঃ হুমায়ুন কবিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর এই প্রার্থী ঘোষণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে