ফিজিওথেরাপি শিক্ষার্থীরা বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি প্রতিষ্ঠা এবং সরকারি হাসপাতালে প্রথম শ্রেণির পদে নিয়োগের দাবিতে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছেন। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের (সফিশিপ) ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
সকাল সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের মূল ফটক বন্ধ করে দেন। সরকারি-বেসরকারি ১৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর গণমাধ্যমকে জানান, “তারা না বুঝেই এখানে এসে আন্দোলন করছে। তাদের দাবিগুলো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে নিয়ে আলোচনা করা উচিত। তবে আমরা খালি পদের বিষয়ে কথা বলছি।”
ফিজিওথেরাপি শিক্ষার্থীদের অভিযোগ, ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে ৫ বছরের ফিজিওথেরাপি কোর্স চালু হলেও তাদের জন্য কোনো ক্যারিয়ার প্ল্যান করা হয়নি। ২০০৯ সালে ঢাকার মহাখালীতে ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও ২০১৮ সালে প্রকল্পটি আটকে যায়। সরকারি চাকরিতে বিএসসি উত্তীর্ণ ফিজিওথেরাপিস্টদের জন্য কোনো নির্দিষ্ট পদ নেই।
শিক্ষার্থীরা বলছেন, “আমরা চরম হতাশায় আছি। সরকার আমাদের দাবিগুলো পূরণ না করলে এই আন্দোলন চালিয়ে যাব।”