ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকে রাশেদ মজমাদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন দলের জ্যেষ্ঠ সহসভাপতি মেজর (অব.) মাহফুজুর রহমান। রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, রাশেদ মজমাদার তাঁর ফেসবুক আইডিতে দল সম্পর্কিত একটি মন্তব্য করেন, যা নিয়ে দলীয় মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর ফলেই তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
রাশেদ মজমাদার দাবি করেছেন, তাঁকে ফেসবুকে পোস্ট এবং পূর্বের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে অংশ নেওয়ার অভিযোগে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি মনে করেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, বহিষ্কারের আগেই তিনি পদত্যাগ করেছেন।
রাশেদ মজমাদার বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অভিযোগ আনা হয়েছে। দলের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যে আরও কয়েকজন পদত্যাগ করেছেন, এবং আরও অনেকে করবেন।”
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মেজর (অব.) মাহফুজুর রহমানকে সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করতে হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা। দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং কর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা তাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।